Sunday, April 28, 2024

ভোকাট্টা -- মৌসুমী মুখার্জী

ভোকাট্টা 
মৌসুমী মুখার্জী
১৮/০৯/২৩
দিন আসে যায় কালের  প্রবাহে এটাই সমীচীন,
অবসাদ আজ পৃথিবী জুড়ে অবিশ্বাস্য সীমাহীন ।
লাটাই গুটোয়...   ছেড়ে দেওয়া সুতো তার,,,
মনাকাশে ভোকাট্টার .. জলদ বেদনভার।
কাল ছিল আশার ফলফুলে ডালখানি  ভরে,,
আজ খালি শাখা ...  বৃক্ষ শুকিয়ে মরে।
শিল্প নেই ,নেই কারবার , বন্ধ কলকারখানা,,
হাভাতে  হাঘরে শূন্য অর্থ, বন্ধ দিন খাওয়া দিন আনা।
 উৎসব আজ মলিন হয়েছে, শূন্য ব্যাংক ব্যালেন্স,
দুধের অভাবে শিশুর কান্না হত দরিদ্র দেশ।
মানুষ এখন মুখোশধারী পড়েছে  ছদ্মবেশ,
মানবিক হয়েও হেনস্থা হয়েছে ঠকে সে একশেষ।
কোথাও আবার সুগন্ধ আসে  বাসন্তী পোলাও মাংসের,
 সিটির আওয়াজে কান ঝালাপালা প্রেসার কুকারের।
লক্ষ লক্ষ ইঞ্জিনিয়ার ভুক্ত  বেকারত্ব যন্ত্রনায়,  মনে নেই ঝংকার,
দেবশিল্পী কারিগরী ঠাকুর তাকাও ওদের পানে  একবার।
লাল নীল সবুজ  কত স্বপ্ন ছিল ওই উড়ন্ত ঘুড়ির মতোই,
অসহায় মুখ  স্বপ্ন বিমুখ  ভোকাট্টা মনে ক্ষত।
 
 রাজা মন্ত্রী উজির সান্ত্রী,  সাজায় থালা শত শত পদে
বিপদ যত করছে ভোগ, গরীবই   নিরাপরাধে।


No comments: