Sunday, April 21, 2024

সারে চমৎকার -- মীরঃ নাজমুল

সারে চমৎকার
মীর নাজমুল
১৮।০৪।২০২৪ ইং
লোকে বলে.... 
যার কিছুই নেই, 
তার আবার হারাবার ভয় কিসের। 
অশান্তির চেয়ে তো...
একলা থাকাই ভালো, 
তবে আবার জ্বালা কিসের।  

প্রতিক্ষার প্রহর,হয় যদি কষ্টের.. 
তবে আর প্রত্যাশা করে লাভ কি। 
আশার প্রদীপ যদি....
নিরাশার অন্ধকারেই রয়ে যায়, 
তবে আর অপেক্ষা কিসের। 

কবির বর্ননায়
ঘর পোড়া গরু,লাল মেঘে ভয় পায়। 
তবু কাটেনা তার মনের অনুভুতি 
থামেনা আবেগ। 

আমি বলি.... 
কিসের এতো ভালোবাসা.. 
কিসের ই বা এতো আবেগ। 
লাল মেঘ,সাদা মেঘ যাই বলি 
ও গরু নেই আর রাখালের। 

ওরে নির্লজ্জ বেহায়া মন 
আজ সে অন্য কারো......
একথা আবার বুঝবি কবে 
........কোন জনমে,কখন। 

তার চেয়ে সেই ভালো, 
ভুলে যাও তারে। 
নইলে পিরিতের অনল 
অভাগা জাতের......... 
পোরাবে অবিরত,জনম,জনমে। 

             ................ মীরঃ নাজমুল।

No comments: