বই দিবসে
তরুণ কুমার ভট্টাচার্য্য
বই কই বই কই
প'ড়ে যায় হৈ চৈ
হ'য়ে গেল বইমেলা দেশে
বই চিনে বই কিনে
সাগ্রহে বাড়ি এনে
থরে থরে তুলে রাখে শেষে ।
বই মেলা বই মেলা
বই জোগাড়ের ভেলা
যে যা পারে বই কিনে রাখে
নানা কাজে তার মাঝে
কাক ভোর কিবা সাঁঝে
পালা ক'রে বই প'ড়ে দেখে ।
বই ঘ্যাঁষা পড়া নেশা
বই পড়া ভালোবাসা
এরাই তো বইয়ের পূজারী
পড়ে যত চায় তত
জ্ঞানে হয় অবনত
বলা যায় জ্ঞান কান্ডারী ।
জ্ঞানী জন গুণী হন
বুঝে শেষে কথা কন
এইটাই বই দেয় শিক্ষা
ভাবি তাই 1““““সুধী চাই
বই ছাড়া কথা নাই
সে মানুষ লাগি এ প্রপ্রতীক্ষা ।
No comments:
Post a Comment