Tuesday, April 30, 2024

তুষার বিদায় -- দেবাশীষ চ্যাটার্জি

ঊষার বিদায়  
দেবাশিষ  চ্যাটার্জী    
29/04/2024 
কাক ভোরেতে এক টি মেয়ে 
ঘুম ভাঙাতো রোজ 
সারা রাত্রি কেমন ছিলাম 
ফোনেই নিতে খোঁজ  |

ঠিক ঘড়িতে সময় যখন 
পাঁচ টা হয়ে এলো 
মুঠো ফোনের অস্থিরতা  
লাগতো কানে ভালো |

কোকিল কন্ঠী বলতো হ্যালো
প্রেম জড়ানো শুরে 
খুঁজে দেখো কাছেই আছি 
পথ টা হোক না দূরে |

পথিক পথে পাথর খোঁজেনা
খোঁজে চলার পথ 
জীবন যুদ্ধে লড়তেই হবে 
এই করেছে শপথ  |

একাই আসা একাই যাওয়া 
এই পৃথিবীর পাঠশালায়  
কারো প্রাপ্তি অনেক বেশি  
শূন্য হাতে কেউ ফিরে যায়  |

আপন স্বজন সবাই আছে 
তবু ও মনে ভয় 
জীবন যুদ্ধে লড়ার সময় 
একাই  লড়তে  হয় | 

ভালোবেসে সব ছেড়েছি 
পর করেছি আপন
আয়না মোরা প্রেম যমুনায়
গড়ি সুখের বৃন্দাবন |

সে সব কথা নেই মনে তার  
ফোন করতো রোজ  
আমি বেকার অর্থের অভাব 
তাই রাখেনা খোঁজ |  

শপথ কোথায় হারিয়ে গেছে 
লোভ লালসার ভিড়ে 
আর কোনোদিন চাইনা পেতে 
মিস কল  টা ভোরে  |

No comments: