Tuesday, April 30, 2024

রূপকন্যা -- বাঃ অশোক খাঁড়া

রূপকন্যা
ডাঃ অশোক খাঁড়া 
24.9.2023
রূপকন্যা, আমি অপেক্ষায় তোমার জন্য 
রাতের শেষ ট্রেনটার মতো। 
রূপকন্যা, আমার হাতে আজ বন্দুক নেই ।
আমি বিশ্বাস করি না,
বন্দুকের নলই ক্ষমতার উৎস ।
আমার হাতে তোমার বড্ড প্রিয় রজনীগন্ধা। 
সেই কাকভোরে তুমি জাগতে সূর্যের হাত ধরে,
তুমি হতে অন্নপূর্ণা , ভাতের থালা হাতে বস্তির ঘরে ঘরে, ফুটপাতে- যেখানে আড্ডা জমতো পাখিদের সঙ্গে কুকুরের। 

সূর্য ডুবলে তুমি যে তখন সরস্বতী 
প্রদীপের আলোয়, বস্তির পাঠশালায়। 
রূপকন্যা, তুমি ছিলে বিপ্লবীদের অগ্নিকন্যা 
কৃষকের সাথি, শ্রমিকের দূত , মানুষের ঈশ্বর। 

আজ তুমি ফিরলে জীবনের শেষ ট্রেনে 
কফিনে ঢাকা নশ্বর দেহে , শহীদের পোষাকে ,
খসে পড়া নক্ষত্রের মতো। 
আমার আকাশের ক্যানভাসটা শুধুই সাদা ,
রামধনু নেই, রূপকন্যা নেই ।
আমি কন্যা বিহীন 
মানুষ মাতৃহারা।

No comments: