বৃষ্টি রানী
সমীর মুখার্জি
২৮.৪.২৪
বলতে পারি না মাগো আমায়
নৌকা বানিয়ে দাও ।
প্রকৃতির এই বৃষ্টি রানী
আজ পালিয়ে উধাও।
টাপুর টুপুর বৃষ্টি এখন
আসে না হঠাৎ করে।
বিষন্নতায় ভরে গেছে সব
জমছে না মেঘ ওরে।
আকাশের ওই মেঘ টি দেখে
ছুটতো মোদের প্রাণ।
আনন্দে মোরা হারিয়ে যেতাম
ছিল প্রকৃতির দান।
পরিবেশ বিচিত্র দেখি এখন
ঘরে ঘরে অনাচার।
ঠাকুর দেবতা মানুষগুলো সব
যেন কলির অবতার।
চলছে এখন সব টেবিলে ঘুষ
স্বার্থ ছাড়া নাহি চলে।
গাছ লাগালে প্রাণ বাঁচবে ওগো
সবাই একই কথা বলে।
একহাতে দাও একহাতে নাও
শুধুই চাওয়া পাওয়া।
ভাবমূর্তি বিকল হলে তখন
হঠাৎ করবে ধাওয়া।
কালবৈশাখী ঝড় আসলে পরে
সকলে আছড়ে পড়ে।
হোক না শীতল দেহখানি তবে
মরুভূমি ধুধু করে।
No comments:
Post a Comment