Sunday, April 28, 2024

স্বপ্ন -- দেব মন্ডল

স্বপ্ন
দেব মন্ডল 
২৭/০৪/২০২৪
আমার সেই পুরানো শহরে আবার হবে দেখা। 
কোন এক কালবেলায় আমি এক ব্যস্ত রাস্তায় । 
অন্য কোন  সাজে, অন্য কোন কাজে। 
কোন এক নির্ভরতার হাত চেপে ধরবে আমার কাঁধে। 
বলবে আমি তো আছি তোমার পাশে। 
যে যাওয়ার সে গেছে, এসব নিয়ে এতো চিন্তা কিসের। 
আমি পুরনো দিনের ডাইরি খুলে,প্রাক্তনের স্মৃতি মুছে,
 নতুন করে লিখবো তাকে নিয়ে। 
সে হবে আমার উপন্যাসের এক নির্ভরতার অপ্সারী।
যাকে নিয়ে স্বপ্ন গাঁথবো একটু একটু করে। 
তাকে নিয়ে বাঁচবো আমি আজীবন ধরে। 
তার সাথে ঘুরবো আমি সারাদিন রাত। 
খুনসুটি দুষ্টুমিতে মিশে থাকবো আমারা আজীবন ভর। 
প্রতিদিন দিবো গোলাপ উপহার। 
সে নতুন করে সাজাবে আমায়। 
আমি মিশে থাকবো তার ভালোবাসায়।

No comments: