শেষের সে দিন
মলয় সরকার
২৪/০৪/২৪
বজ্র বিদ্যুৎ ঝড়-বৃষ্টি আসুক ধেয়ে
আসুক তুমুল মাতাল দামাল হয়ে
ধর্ষিতা হওয়ার জ্বালা কে বুঝবে
উঠবেই তো জ্বলে প্রতিশোধের আগুন,
করাতের আঘাতে রক্তাক্ত অসহ্য ব্যথা
বলতে পারেনি বোবা বলে
অনুভব করতে চাইনি কোনদিন,
গরু ছাগলের মত কসাইয়ের হাতে তুলে দিয়েছি,
কি দরকার ঠান্ডা মেশিন আছে তো,
সির সির ঠান্ডার মৌতাতে।
ঝলসে যাওয়া মাটি
জলস্তরের কৃপণতা মানবে কি করে,
সভ্যতা বিকাশের উত্থানে
নিজেদের পায়ে মেরেছি কুড়ল।
কোটি টাকার আলপনায় বিশ্ব রেকর্ড
ধুধু কালো পিচের প্রান্তরে,
কোটি টাকায় কত গাছ প্রাণ পেতো
অবলীলায় সবুজ হতো চারিদিক।
আফসোসকে বন্দী করে অপেক্ষা
শেষের সে দিনের অসহ্য যন্ত্রণায়
কাঁদার মত থাকবে না পাশে কেউ।
©মস
No comments:
Post a Comment