আমার একলা চাওয়া
মনিরা মাসিদ
26.4.2024
আমার একলা একটা আকাশ চাই।
এককক...আকাশ একাকিত্ব চাই।
আমার আস্ত একটা সমুদ্র চাই
এক সমুদ্র বাতাস চাই
বাতাসে ফিসফিস আমারই জন্য কথা চাই।।
জঙ্গলের নির্জেস্ব ঝিঁ -ঝিঁ আওয়াজ ওঠা
আমার পুরো একটা জঙ্গল চাই।
চাঁদনি রাতে জঙ্গলের নির্জেস্ব
সুরের মাঝে হারিয়ে যেতে চাই।।
চাঁদের আলোয় ভেসে যাওয়া
আমার নির্জন পুরো আস্ত একটা নদী চাই
বড়ো গাছ ওয়ালা সুন্দর খেয়া বাঁধা
নদীর একটা ঘাট চাই।
খেয়া নৌকায় বসে থাকবো, সারারাত
ধরে টুপটাপ শিশিরে ভিজবো ।আর কখন যেন
নদীর ওপারে ভোরের সূর্য কুয়াশা সরিয়ে
ঝলমলে সকাল নিয়ে আসবে, আমার ঐ রকম
একটা সুন্দর সকাল চচাই.. চাইইই..
No comments:
Post a Comment