ফেরার বেলায়
মনোজ দত্ত
২৩/০৪/২৪
ফেরার ঘরে ডাকছে আমায়
আয় আয় রে আয়,
ধান রোপণ হয় নি সারা
এখন কি যাওয়া যায়?
মাটি গুলি শুকনো ভারি
করছি যত তাড়াতাড়ি,
শঙ্খ দূরে বাজায় ভেরি
বলছে এসো কর্ম সারি।
বলাকা পাখায় লাল আভা টি
উঁকি দিয়ে যায়,
কাজলা তরু বপু মেলে
আঁধার কায়ে ছায় ।
বক্ষ বাজে দুরুদুরু
নীহার পড়া হলো সুরু,
ঘরে ফিরতে হবে এবার
এখন কি উপায়?
মাঠের মায়া ছাড়াই আমার
হলো ই ভীষণ দায় ।
রোদে পোড়া আবাদ খানি
ঘর্ম ঝরা আদরিনী,
ভালবাসার সে যে আমার
প্রাণের প্রেমের রাণী।
মায়ার আধার সহজে কি
তারে ছাড়া যায়?
ঘরে যাবো একটু সবুর
চক্ষে আঁধার ছায় ।
পথের দিশার শৃগাল টি
ঐ দিচ্ছে উঁকি,
গুছিয়ে নিয়ে যাবো আমি
তারে সমুখে রাখি।
জীর্ণ বসন উড়ছে কেমন
মৃদু দখিনা হাওয়ায়,
সবাই ব্যাকুল আমায় নিয়ে
দাও গো এবার বিদায়।
No comments:
Post a Comment