এক পাত্র জল রেখো
---সুমন।
২১.০৪.২০২৪
০৮.০১.১৪৩১
বড্ড অসহায় আজকাল ওরা
তীব্র দাবদাহে,
বাড়িতে প্রবেশ নিষিদ্ধ এমনি
সীমান্ত আবহে।
আহার দুবেলা অমিল তাদের
উচ্ছিষ্ট ডাস্টবিনে,
উঁচু দেওয়ালে ঘরবাড়ি ঘেরা
কষ্টকর জীবনে।
সারাদিন পথে ঘুরেফিরে শুধু
খাওয়ার খোঁজে,
হোটেলে, বাজারে গন্ধ শোঁকে
আশাতীত লাজে।
ছ্যা-ছ্যা, ছিঃ-ছিঃ, দেখে ওদের
মানুষেরা তাড়ায়,
কখনও সখনও লেদনা, লাঠি
যন্ত্রণাই বাড়ায়।
রাজপথে বাচ্চা পড়ছে চাপা
চার-চাকার তলে,
ছেঁচড়ে বেঁধে তুলে পুর-কর্মী
ভাগাড়ে ফেলে।
সারমেয় তবু বিশ্বস্ত উপকারী
ইতিহাস দেখো,
ওদের জন্যও এক-পাত্র জল
সংরক্ষিত রেখো।
No comments:
Post a Comment