Sunday, April 21, 2024

নবীন স্বপন -- সূর্য্যোদয় রায়

 নবীন স্বপন
 সূর্য্যোদয় রায়
 ১৫/০৪/২০২৪
ওই দ্যাখো আজ জ্যোর্তিশিখায় তাহার অমল রূপ,
সমুজ্জ্বল ওই আলোক হাসিল বোধহয় অনুপ;
শুভ্রাঙ্গন নতুন আলোক বরনডালায়,
বিষাদ গীতের স্বর্ণমালায়;
সব নব নিন্দিত আলোক সিঞ্চণ ভুলে গিয়ে আমরাও হয়তো চুপ।

আবার নূতন আলোকশিখা জাগিল পরান মাঝে,
স্তূপ পদমূলে ওই কনক আভায় ঋদ্ধ নবিন সাঝে;
চির নূতনের এই সৃজন বানী,
মোর মননে দিব্য মানি;
বিধির বিধান নিত্য জীবনে কেমনে আজকে রাজে।

আসন্ন ওই সন্ধ্যা গীতের প্রত্যাশাতে আঁধার জীবন রাগ,
রেখে যাও সব ধরনীর তলে নব স্বপ্নরেখায় নূতন আলোক দাগ;
পাখির কূজন গীতের কুহুশিসে,
রিক্ত জীবন রঙিন হাসে;
কূজন ধ্বনির সৃজন মননে লাগুক না হয় ফাগ।

খানিক ভুল বুঝি আজ আমার হল ভুল বোঝে তাই সময়,
যে পাপের ভাগি আমি নই গো কখনও কেন লব তার দায়;
অধিক স্বপন রঙিন জীবনে,
কত যুগ আমি ক্ষয়েছি মণণে;
আর বরই বোধহয় ক্ষনিক আলোকে মৃত মানবের প্রায়।

আজকে আবার রাঙিছে পরান দিব্য স্বপন সুখে,
তাই বুঝি আজ নম্র আশায় পোড়ায় এ জীবন দুঃখ;
মহা প্রাণ আজ এই তো জীবন,
তোমার অমল হাওয়ায় দুঃখ গীতের লয়েছি স্মরণ;
আমার এই লাশ খানি আজ শুইয়ে দিও কবরের অধঃমুখে।

No comments: