Friday, April 26, 2024

তপ্ত কটাহ -- নিবারণ চন্দ্র দাস

তপ্ত কটাহ  
নিবারণ চন্দ্র দাস
২৬/০৪/২০২৪
তপ্ত দুপুর নাই কলরব
   নাই কোলাহল কেন,
টগবগিয়ে ফুটছে ঘিলু
   চায়ের কেটলি যেন।

যাচ্ছে যেন গুলিয়ে সকল
   ভাবনা চিন্তাগুলো,
যেদিক পানে তাকাই দেখি
    উড়ছে শুধুই ধুলো।

লেখাপড়া উঠলো লাটে
    বন্ধ হ'ল স্কুল,
হয়তো সঠিক,এ নিয়ে আর
     করব না হুলস্থুল।

ব্যক্তিগত স্কুলগুলো যে
     চলছে রমরমিয়ে,
ওদের বেলায় আলাদা নিয়ম
     প্রশ্ন তো তাই নিয়ে।

চাকরি বাকরি কিনব কিনা
     ভাবছি অনেক করে,
ওই ওরা ওঁত পেতে আছে
     ফ্যালে যদি ধরে?

দাবদাহ চলছে বিষম
    তপ্ত তপন জ্বলে,
আমরা বুঝি করিনি শেষ
    উন্নয়নের ছলে?
           :::-:::

No comments: