Monday, October 9, 2023

জীবনের ধারাপাত -- মালিয়া দে

 জীবনের ধারাপাত
 মালিয়া দে
 ৯/১০/২৩
জীবন এক রঙ্গমঞ্চ,
এখানে তোমায় রাজা - ফকির, সাধু - ভন্ড
শিশু - বৃদ্ধ কত চরিত্রেই অভিনয় করতে হয়।

জীবন হলো রেসের মাঠ,
শুধু দৌড়,দৌড় আর দৌড়েই যাওয়া,
থামা মানেই পিছিয়ে পড়া, হেরে যাওয়া।

জীবন মানে হাজার স্বপ্ন,
স্বপ্ন গুলোই জীবনকে এগিয়ে নিয়ে যায়,
সব স্বপ্ন পূরণ হয়না, তবু স্বপ্ন ছাড়া জীবন অর্থহীন।

জীবন এক গোলকধাঁধা,
বয়স যত বাড়বে, ততই দায়িত্ব কর্তব্য ,সমস্যা
চক্রের মত ঘিরে ধরবে, বেরোনো বড়ো কঠিন।

জীবন যেন যুদ্ধক্ষেত্র,
সমাজ - সংসার, পরিবার - পরিজন, রোগ - ব্যাধি,
এমনকি মনের সাথেও প্রতিনিয়ত যুদ্ধ করে চলতে হয়।

জীবন পাটিগণিতের সরলঅংক,
যোগ, বিয়োগ, গুণ, ভাগ, বন্ধনী সবকিছুই থাকে,
যত দিন যাবে, ততই তার সমাধানের দিকে এগোনো।

জীবন হলো ক্ষণিকের পান্থশালা,
জন্ম থেকে মৃত্যু, এই নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর মাঝে
কত সম্পর্কের জাল বোনা, কত বিচ্ছেদ ,আসলে একা ।

তবুও জীবন বড়ো সুন্দর ,
স্নেহ - ভালোবাসা , প্রেম - প্রীতি, দয়া - মায়া, 
আবেগের বন্ধনে জড়ানো এক অনুভূতির আকর।

No comments: