Saturday, October 7, 2023

প্রকৃতির প্রতিশোধ -- বিক্রমজিৎ মান্না


প্রকৃতির পরিশোধ 
বিক্রমজিৎ মান্না 
০৬/১০/২০২৩
ঝাঁঝাঁ রৌদ্রের চাতক ডাকা নয় এ গ্রীষ্ম ক্ষণ ।
আকাশ জুড়ে মেঘের পর মেঘের আস্তরন 
নিয়ে এলো সজল বেলা  বঙ্গলোকের পরে
রিমঝিম যতো বৃষ্টির গান তড়িৎ শিখায় ভরে  
ঋতুরানী বর্ষা । তবুও কেন খামখেয়ালি খাসা
সারা দিনমান রক্ত চক্ষু     লয়ে ও অগ্নি শিখা 
ঐ আকাশে মাখা ! ?

ঘোর কলিতে ধ্বংসের ডাক দিচ্ছে ধরণী
সবুজায়ন এর সমাধান বলছে বিজ্ঞানী ।

দেশ নেতার সময় নেই  বিজ্ঞানীর  ব্যথা 
ধৈর্য্য ধরে শোনার মতো ছেঁদো বাক্‌ অযথা ।
ঢালতে ব্যস্ত টাকার বস্তা ভোটের মুখ চেয়ে
দিন রাত্তির প্রতিশ্রুতির যাচ্ছে মিথ্যে গেয়ে ।
তাই ---
গাছ রোপণে অর্থ বাজেট বিমুখ যতনে
এই বর্ষার ক্ষণে ।

বায়ুমণ্ডলে ওজন স্তর দূষণে হয়েছে ফুটো ।
বানের জলে যেমনি ভাষে অবাধ খড়কুটো
তেমনি ভাষবে দেশ,দুনিয়া প্রকৃতির রোষানলে 
ঘোর বর্ষায়  তাই এ আকাশ রৌদ্রের কবলে ।

অজ্ঞ রাজা, রাণীর তরে দূষণে প্রকৃতি ভরে
উঠবে যত দেখবে প্রজা আপন বিনাশেরে  ।

তাই ----
ঘোর বর্ষায় কাঠ ফাটা রোদ আনবে ডেকে খরা
সুনামির মতো জলোচ্ছ্বাসে পৃথিবী আর্তস্বরা
হয়ে ভাষাবে সকল জীবন এমনি অকালে 
ধ্বংস  নিদান উঠবে কল্লোলে ।

এসে আয়লা,আমফান আর টর্নেডো, টাইফুন
রক্ত চোখে করবে মানুষ খুন  ।
ফিরবেনা হায় সম্বিত তবু ধিক্ ও দুর্মতির 
যতই দেখুক  চন্দ্রদেশে সায়েন্স অগ্রগতির  ।

ভাবছে দেশের পিতা কেবল সামরিক শক্তি
কোটি টাকা ব্যয়ে মারণাস্ত্রে বাড়ালেই মুক্তি ।

মারণাস্ত্রে শত্রু রুধিবে প্রকৃতি যে রুষিবে ,
তারে ----
না দিয়ে যতন  করলে লালন প্রতিশোধ হায় নেবে
আজ বা কাল দুদিন পরে কে এ কথা বোঝাবে
কুলাঙ্গার , নরশ্বাপদ রাজনীতি বাদশায় ?

ছায়া সুনিবিড় বনবিথী নীড়  প্রকৃতির হৃৎ ম্পন্দন,
সে হৃদয় ফেলি খুঁজছে মানুষ অমৃতময় জীবন
দেদার অর্থ ঢেলে শত্রু নাশের ছলে 
সামরিক সজ্জায় নবীন ভরসায় 
রচিছে আপন দিবা, রাত্তির শ্মশান শয্যায়  ;
স্নিগ্ধ , শ্যামল, শোভন প্রকৃতি ধ্বংস যজ্ঞ নেশায়‌ ।

ঘোর বর্ষায় তাই যে আকাশ গ্রীষ্ম অট্ট হাঁসি
হাঁসিয়া চলিছে সারা দিনমান  রোষ খানা প্রকাশি ।

পাতাল সিক্ত , সজল ধারায় তুলে এনে অপচয়
করায় আপন আঁকিছে ললাটে ভূমিকম্পের ভয় ।

কালোধোঁয়ায় আকাশ ভরে আনছে ঝড়ের মাতন
কুঞ্জ ছায়ে ধুলার গায়ে কভু না সাজায়ে ভুবন
আনছে অজ্ঞ রাজা, প্রজা সুধুই আপন মরন ;
বর্ষার দিনে রিমঝিম গানে নেই তাই বরিষণ ।

No comments: