নৈবেদ্য
ডাঃ অশোক খাঁড়া
9.10.2023
বস্তির দেবশিশু ছুটে এসে থামালো আমার কলমের দৌড়।
কবিতার শব্দগুলো যেন শূন্যে ঝুলে পড়ল ।
আগমনীর সুরে যেন ভেসে এল বিষাদের ঝড় ।
ক্ষুধার পাত্রটা হাতে নিয়ে
সে বলে, " আমি পেট ভরে শুধু খেতে চাই। আমায় খেতে দে।"
বোবা কলমটা এখন নিশ্চল প্রস্তর মূর্তি।
শিশুটা আবার বলে, " আমি চাই না পুজোর পোশাক , আমায় দুমুঠো খেতে দে।"
আমার অবচেতন হৃদয়ে জেগে ওঠে আমার শৈশব।
ছিন্নবস্ত্রে , অভুক্ত দেহ নিয়ে
আমি দেখেছি, পণ্যের দোকানে
সারি সারি পুজোর পোশাক।
আমি দেখেছি ক্ষুধার রাজ্যে
দেবশিশুর দীর্ঘ সারি।
যেন এক অসাম্যের সমান্তরাল রেখা, দেবী দর্শনার্থীর পাশে ।
চেতনার সাম্রাজ্যে ফিরে আসি আমি।
আমি অর্ঘ্য করি নৈবেদ্য দেবশিশুর চরণে,
ঈশ্বর যেখানে বিরাজমান হৃষ্ট মনে।
No comments:
Post a Comment