Thursday, October 5, 2023

ঘাসের সুঘ্রান -- পবিত্র প্রসাদ গুহ

 পবিত্র প্রসাদ গুহ
 ঘাসের সুঘ্রাণ
 ০৫/১০/২০২৩
হলদে সবুজ মেশানো কচি বাসন্তী রঙের প্রভাতী সূর্য ঘষাঘষি করে লেমন ঘাসের পাতা ভেজা ফড়িঙের পাখায়,
আমি সে রঙে নিজেকে আরো একবার নিতে চাই স্নান করিয়ে ।

দূর্বা ঘাসের নরম পালকের গা বেয়ে চুঁইয়ে পরছে রসালো সবুজের সুঘ্রাণ,
সেই ঘ্রাণে বুঁদ হয়ে মাতাল হয়ে চাই থাকতে সারা জীবন।

ফুড়ুৎ ফুড়ুৎ উড়ন্ত চড়ুইয়ের ঠোঁটে আধা শুকনো বাদামী ছন ঘাসের খড়কুটো,
পরিবারের জন্য কত ভাবনা, আরো সুরক্ষিত করতে শাবকের আস্তানা।

আমড়ার কচি হরিৎ পাতার মত সুঘ্রাণ তখনো মেখে আছে দীঘির পাড়ের নরম দুবলা ঘাসে,
কুচ কুচ করে ধারালো সাদা দাঁতের আগা দিয়ে পিষে পিষে খেতে থাকে লাল গোল গোল চোখের তুলোট সাদা রেশমি পশমের খরগোশ গুলো।

আমার মনের শরীরে মেখে থাক পল্লী পথের দুধারের জংলী ঘাসের জংলী সুঘ্রাণ,
যেন কত একাত্ম, পবিবারের সদস্যের ন্যায় বছরের পর বছর বসবাস করছে একসাথে ।

No comments: