Tuesday, October 3, 2023

অবিনাশ -- উমা মুখার্জী

  অবিনাশ
  উমা মুখার্জী
  ০৩/১০/২০২৩
অবিনাশ তোমায় বড়ো দেখতে ইচ্ছা করে
সেই ভুবন ডাঙ্গার মাঠের শেষে ভঙ্গ মন্দিরের গায়
বৃক্ষ জড়িয়ে লতাগুলো একই ভাবে দাঁড়িয়ে
কতবার করি সেই পথে আসা, যাওয়া তুমি ছাড়া।

দখিনা বাতাস এসে চুপিচুপি ওড়ায় আঁচল
ঝিনুকের মতো নয়ন জলে ভেসে জমাই স্মৃতির মুক্তো
আসবে বলে অঙ্গুরীয় দিয়ে সেই গেলে চলে
অবিনাশ তুমি কি পেয়েছো নতুন সাথী আমায় ভুলে।

বেলাশেষে ম্লান সূর্যের আলো ছুঁয়ে যায় বারান্দা
চায়ের কাপে তুলে ঝড় আসতো সুন্দর সন্ধ্যা
সন্ধ্যাতারা আজও চেয়ে হাসে মিটিমিটি
এক গোছা রজনীগন্ধা টেবিলে আজ সাজেনা।

পূর্ণিমা জোছনা আজও আমায় একই ভাবে মাতায়
কত কথা কত গল্প সেই মধুরাত মনে দোলা দেয়
এতো সহজে তুমি সব ভুললে কি করে তাই ভাবি
অবিনাশ দেবে সেই রাবার আমি যদি মুছতে পারি।

অবিনাশ তোমার কথা ছিলাম, আছি, থাকবো
নিশুতি রাতে আসেনা ঘুম জোনাক দেয় আলো
যে প্রতিজ্ঞা করেছিলে তুমি ভুলে গেলে কেন?
তুমি কি তবে বিস্মৃতির নদী সামনে এগিয়ে চলো।

No comments: