নতুন যুগের উত্থান
মৃণাল কান্তি রায়
০২/১০/২০২৩
যুগ যেন বদলে গেছে নতুনভাবে প্রাণ পেয়েছে
হরদম চলছে রদ-বদল,
নতুন শিক্ষা নতুনভাবে কার গিন্নি কে পাবে
যেন অভিসারে এমন সকল।
কত্ত প্রক্সি কত্তভাবে কে জিতবে কে হারবে
এই নিয়ে যত্ত কেচাল,
যেন এ নব অভিসার সর্বত্র যেন লোকাচার
পরিবেশ বড় বেসামাল।
অভিসারের যেন সিনেমা কত্ত কি দেখ উপমা
রূপক যুগের কবিতা,
ডানে যেমন বেতাল বামেতে তেমন কেচাল
যেন আধুনিক ছবিতা।
ছবি যেথায় মুখ্য যোগ-বিয়োগে দক্ষ
সামন পেছনে হাতছানি,
কোথাও নাই স্বস্তি রাত-দিন কেবল কুস্তি
শশব্যস্ত যেন ভাব খানি।
সম-অসমের বুদ্ধিমাত্রা অভিসারে যেন যাত্রা
কারোর লক্ষ্য না সুস্থির,
যুগের দাওয়াই তেমন ব্লাকমেলের রূপ যেমন
পল্টিতে পল্টিতে অস্থির!
মানের দিয়ে দোহাই সম-অসমের লড়াই
অভিসারে ব্যস্ততায় সবাই,
জ্ঞানী-গুণী-বুদ্ধিজীবি ভেবে-চিন্তে পরজীবি
এ যে কুল রক্ষার লড়াই!
নর-নারীর বসুমতী শিশু-যুবার কত্ত মতি
লুকোচুরির ভাগ বাটোয়ারা,
কেউবা শূন্যে গড়ায় কেউবা ভুঁড়ি বাড়ায়
কেউবা সুযোগে মাতোয়ারা।
অভিসারের কাজ-কৌশল নকল আর আসল
মিশ্রণে পুরো একাকার,
নিং বং আর টিপ ছাপ কত্ত কি বাপরে বাপ
বুদ্ধিতে চলছে লোকাচার।
কেউবা নগন্য কেউবা ধন্য অভিসার সৃষ্টির জন্য
সেয়ানারা বুদ্ধিতে অগ্রগণ্য,
অপরকে বানায় দোষী পল্টিতে পল্টিতে মহাখুশি
দেশময় তাবেদারী সৌজন্য!
কেউ বঞ্চিত কেউ অবাঞ্ছিত কেউবা অতিরঞ্জিত
বলছে কালের ঘড়ি,
সময় চলছে বয়ে হিংসা কুৎসার পথ ছুঁয়ে
কেউবা মারছে তুড়ি!
ইন্ধন-ঈশারায় ছাওয়া নতুন যুগে যাওয়া
নারীকুলে ইশারায় অবয়ব,
কারবা কে আছে কোথায় কে গেছে
আকারে-ঈঙ্গিতে জনরব।
ছিল না আগে এমন নতুন যুগের ভাবন
আঁখিতে-আঁখিতে সংলাপ,
এক আঁখি কি দু আঁখি ধোকাতে ধোকাতে ফাঁকি
নতুন যুগের এ আলাপ।
সবাই নাকি মঙ্গল চায় বোঝাটা বড্ড দায়
তেলেজমাতি ধর্মীয় লোকাচার,
কত্ত যে বুদ্ধির ঘট দেখ যত আছে পট
ইন্টারনেটে ব্লাকমেল আবার!
সুযোগ সন্ধানী দল ফায়দাতে রদ-বদল
শেষমেষে ওরা ওরা তারা,
এহেন দুর্গতির কাল পরিবেশ টালমাটাল
জনবিচ্ছিন্ন করাবে যারা।
নতুন যুগের উত্থান গাও সবে জয়গান
যারা থাকি যারা চলে যাই,
কিছুই করার নাই নতুন যুগের ধারাই
নতুনত্বের ভাবমূর্তি তাই।
বুঝেই আসলো এবার নতুন যুগ সবার
অভ্যস্ততা অতীব জরুরী,
যুগেই চলতে হবে নয়তো পিছু থাকবে
বোঝ যত সুন্দর-সুন্দরী!
মনকে করবে সুন্দর বৃহৎ রাখবে অন্তর
নতুন যুগের লাচারি,
সুখের আশা নাই কষ্টগুলো ঘোচাও তাই
নতুন যুগ বড় বাহারি!
No comments:
Post a Comment