Tuesday, October 10, 2023

আগ্রাসন -- বিশ্বরঞ্জন ভট্টাচার্য্য

 আগ্রাসন
 বিশ্বরঞ্জন ভট্টাচার্য্য
  ১০/১০/২০২৩
জগৎ জুড়ে চলছে দখলদারির লড়াই,
বুদ্ধি আর বাহুবলের অদম্য প্রতিযোগিতা;
কখনও একটুকরো জমি, 
কখনও বা আস্ত নারী শরীর, 
কখনও ক্ষমতা ও আসন টিকিয়ে রাখার !

বাস্তুতন্ত্রে খাদ্য-খাদক সম্পর্কে অদ্ভুত মাৎস্যন্যায়!
ব্যক্তিগত লাভের অঙ্কে যথেচ্ছ গোঁজামিল,
সামগ্রিকতার ধার ধারার দায় ঠেকে না কারও।
গরীবের রক্ত চুষে পরিপূর্ণ কুবেরের ভাণ্ডার,
গরীবের অশ্রু নদীতে নিত্য অবগাহন,
দুদিনের জীবনে লুটেপুটে খাওয়ার জরুরি তাগিদ;
সামরিক বরাদ্দ শিক্ষা-স্বাস্থ্য-উন্নয়নে
মিলিত বরাদ্দের  চেয়ে দশ গুণেরও বেশি।

প্রকৃতিকে ভোগ উপভোগ.... সব শেষ করে--
নিঃশেষ করার তাগিদে নেমেছে যুযুধান ,
এবার এক মহাসঙ্কট সৃষ্টি না করলেই নয়;
কত প্রাণ, কত সৃষ্টি, স্থাপত্য, ইতিহাস --
ভেসে যায় স্মৃতির অতল গহ্বরে , 
যান্ত্রিক জীবনের ঘেরাটোপে আটকে আছে
অস্ফুট শৈশব, প্রতিভাময় যৌবন -- স্রষ্টা বার্ধক্য!

ছাড়পত্র পেয়েছে আগ্রাসনের একচেটিয়া বাজার,
অজস্র নিরীহ প্রাণের বিনিময়ে অর্জিত সভ্যতা!
কী জানি, এবার হয়তো দেখতে হবে ----
লাঠির মাথায় স্থাপিত টুপিকে স্যালুট না করার অপরাধে প্রাণদণ্ড হবে অসহায় জনতার !
যারা ক্ষুধায় দিতে পারে না একগ্রাস খাদ্য, 
পিপাসায় দিতেই পারে না বিশুদ্ধ জল, 
বিশ্বাসের বিনিময়ে প্রতিদান দেয় বিশ্বাসঘাতকতা,
মেকি সভ্য পোশাকের আড়ালে বর্বর লোলুপতা;

আর একটা মন্বন্তর চাই , চাই নবযুগের সূচনা,
আবার নতুন করে পাঠ শেখোনো হোক ---
অপরের প্রাণ কেড়ে নেওয়াতে বাহাদুরি নেই,
বাহাদুরি আছে - 
নিজেকে বিপন্ন করেও অপরের প্রাণ বাঁচানোতে ,
শারীরিক নিগ্রহে নয়, প্রেম বিনিময়ে,
ধ্বংসের বিভীষিকায় নয়, সৃষ্টির মহোৎসবে।

No comments: