Monday, August 28, 2023

সম্পর্কের পটচিত্র -- বিজয়া মিশ্র

 সম্পর্কের পটচিত্র
 বিজয়া মিশ্র
 ২৮.০৮.২০২৩
যে মাটিতে তুমি আদর করে রেখে গিয়েছিলে
লোক দেখানো সম্পর্কের বীজ
সেখানে আমি রাখলাম বর্ণমালার সজীব অঙ্গীকার।
কী আশ্চর্য 
কয়েকটা দিন বাদেই সম্পর্কের নির্জীব বীজেরা
হতোদ্যম তাকিয়ে আছে
বর্ণমালার লাবণ্যের জৌলুসে বুঁদ হয়ে।
মনে হলো নেশাতুর চোখগুলো এত প্রশান্তি পায়নি কখনো আগে
বর্ণমালায় হারিয়ে গেছে ওদের সমস্ত দিনলিপি
বর্ণমালায় ওঠা বসা ওই নিন্দুক ,নির্জীব,
একচেটিয়া তোমার একমুঠো বন্ধন
একদা দাপুটে পটচিত্র ,জাতে উঠতে চায় সবংশে
সেখানে অবলীয়ায় ফিরে আসে দোয়েলের সংসার,
বাবুই,চড়ুই,ময়না টিয়াদের খুনসুটি
সবুজের অমলিন ঘরানায়
রোজ রোদের ডাকে বর্ণবিতানে অপরূপ সাজ।
সমস্ত মাঠ জুড়ে জলচুড়ি পাড়ের মতো 
নিপুন আলেখ্য লিখে রাখে বন্ধনহীন ইচ্ছেগড়ন।
সব বর্তমান পেরিয়ে পারো যদি নিও খুঁজে
তোমার সম্পর্কের অহংকারে পুষ্ট বীজগুলোর ইতিকথা ।

No comments: