Tuesday, August 29, 2023

বাংলাদেশ --কালাচাঁদ মন্ডল

 
 বাংলাদেশ
কালাচাঁদ মন্ডল
 ২৯/০৮/২০২৩
বলেছিলে কবি বিরহের সুরে সাজিয়ে আপন মতে,
হারানো প্রিয়কে ‘তুমি যে গিয়েছো বকুল বিছানো পথে’।

আগস্ট মাসে সে ঊনোত্রিশ যেদিন ধরাতে আসে,
তব বিদায়েয় করুণ রাগিনী আকাশে বাতাসে ভাসে।

গানের সুরেতে বলেছিলে তুমি রেখো মসজিদের পাশে,
ভুলেনি বাঙালি রেখেছে প্রমাণ তোমাকেই ভালোবাসে।

ঊনিশ শতক ছিয়াত্তরের সেই বিদায়ের ক্ষণ,
তব বিদায়ের বেদনার সুর কাঁদায় সবার মন। 

দুখু মিয়া বলে ডাকিত তোমায় তোমার ছোট্ট বেলা,
সারাটা জীবন দুখের সাথেই করিলে কেবল খেলা।

সাতাত্তরটি বছর ধরাতে বিরাজিত ছিলে তুমি,
চৌত্রিশ সন নীরব রহিল তোমার মানস ভূমি।

সক্রিয় ছিলে কাব্য জগতে মাত্র কয়েক সাল,
তার মধ্যেই সাহিত্যে সব শাখাকে করিলে লাল।

পরাধীন দেশের স্বাধীনতা চেয়ে গর্জে তোমার লেখা,
বিদ্রোহী কবি খেতাব আঁকিল তোমার নামেতে রেখা। 

মানবতাবাদী দৃষ্টি ভঙ্গি তোমার লেখনী বলে,
প্রেমের রাজ্যে বাজাও বাঁশরী হৃদয় নাচিয়া চলে।

সাম্য স্বাধীন মানবতা প্রেম লেখায় প্রকাশ করো,
মানুষের মন বিজয়ে হে কবি অমরত্বকে ধরো।

ধুমকেতু নামেতে পত্রিকা তুমি প্রকাশ করিয়াছিলে,
উহারই মত উজ্জ্বলতায় হৃদয় হরিয়া নিলে।

বাঙালি তোমার রাখিয়াছে মান বানিয়ে জাতীয় কবি,
প্রতি বাঙালির হৃদয়ে রয়েছে তোমার প্রেমের ছবি।

এখনো বঙ্গে বকুল বনেতে ফুটে বকুলের ফুল,
হারিয়ে যাও নি কবি হে নজরুল আছো আমাদের কূল।

অশ্রু সিক্ত নয়নে অর্পি বকুল ফুলের মালা,
তব সনে বাঁধা সেতু বন্ধনে প্রেম বারি হোক ঢালা।

No comments: