Wednesday, August 30, 2023

এক ভিখারীর কথা -- বলরাম সরকার

 এক ভিখারীর কথা
 বলরাম সরকার
 ৩০/০৮/২০২৩
দেখেছিলাম সেদিন রেল স্টেশনে
প্লাটফর্মে মেঝের এক কোণে ।
  বুভুক্ষু এক ভিখারীর আগমন,
ঘটিল জনবহুল সেই স্টেশনে।

জীর্ণ পোশাকে শীর্ণ তার চেহারা
রুক্ষ শুষ্ক চুল আঙুলে বড় বড় নখ ,
কঙ্কালসার চেহারা বসে গেছে গাল
হাড়গুলো যায় গোনা গেছে বসে চোখ।

উসকো খুসকো কোঁকড়ানো চুল 
সর্বাঙ্গে ছড়িয়ে আছে ময়লা,
পরনে পরিহিত ছেঁড়া পায়জামা
 যেন মেখেছে সে গায়ে কয়লা।

শীর্ণ শরীরে ভিখারী অতি দুর্বল
ফোলা পায়ে লাঠি সম্বল করে  হাঁটে,
মায়াবী চোখ দুটি যেন কিছু চাইছে 
ঋজু শরীরে আহারের জন্য খাটে।

চোখে মুখে সর্বদা চিন্তার ছাপ
হাতে রেখেছে এক নোংরা ঝোলা,
কখনো চেয়ে থাকে আকাশ পানে
অসার শরীর তার মুখটা ফোলা।

গুটি পায়ে আমার কাছে এলো ভিখারী
জলে ভরা করুন সেই  দুটি আঁখি
বাড়িয়ে হাত চাইলো সে  দুটি টাকা,
পেলাম কষ্ট এ লজ্জা কোথায় রাখি।

কেহ কেহ পাশ কেটে যায় চলে
কেহ ঘৃণার দৃষ্টি করে নিক্ষেপ,
তাচ্ছিল্য ভঙ্গিতে নাকে দিয়ে রুমাল
যা খুশি ঘটে যাক কারো নেই ভ্রক্ষেপ।

ঝড় বাদল মাথায় নিয়ে এভাবেই চলে
অভাবে ভিখারী সেও তো একজন মানুষ,
ভাগ্য  পরিস্থিতি করেছে তাঁকে ভিখারী
অবহেলা করে যারা তাঁরা ঘৃণিত অমানুষ

No comments: