২২ আসে ২২ যায়
শ্যামল কুমার মিশ্র
৯-৮-২০২৩
২২ আসে ২২ যায়
সুবেশা তরুণ তরুণী গানে কবিতায় ভরিয়ে তোলে
রাশিরাশি ফুলে ঢাকা পড়ে যাও তুমি
না-ভোলার ব্যথায় চোখ ছলছল
নেতা-মন্ত্রী সান্ত্রি তোমার জন্য কত কথা খরচ করে
শব্দের জাগলারি,ভাষার মারপ্যাঁচ
অপরাহ্ণে তোমার ফুলভার সরে যায়
তুমি আবার ছবি হয়ে দেয়ালে
আবার একটা বছরের প্রতীক্ষা...
জানো কবীন্দ্র!
তোমার কৃষ্ণকলি আজও তোমায় খোঁজে
ভুবনডাঙ্গার মাঝে কিংবা আঁধারিয়ার মাঠে ঘাটে
জানো কবি, তোমার মালতি কৃষ্ণকলিরা আজ সবাই রূপশ্রী
কিন্তু রূপ যেখানে হারিয়ে যায় অরূপের আড়ালে সেখানে কৃষ্ণকলিরা বড়ই ব্রাত্য
শিক্ষা আজও ওরা 'বহন করিয়া চলিয়াছে,
বাহন করিতে পারে নাই'...
২২ এলে আমার মন খারাপ করে
তোমায় নিয়ে যুযুধান লাল-হলুদ সবাই
সবাই দেখাতে চায় তোমায় কত ভালোবাসে
মৃত্যুর দিনেও ভালোবাসা খুবলে নিয়েছিল
তোমার চুল দাড়ি
আজও সেই ভালোবাসা অব্যাহত...
আজ তুমি ভোট কেচার
তোমার গানে শুরু হয় প্রচার
হয়তো সেখানেও তুমি খন্ডিত বহুধা বিভক্ত।
ক্ষমা করো কবি!
তোমার সজল চোখের করুণ চাহনি আমায় ক্লান্ত করে
তোমার কৃষ্ণকলি আজও লম্বা লাইনের শেষ প্রতিনিধি
হাতে ধরা কিছু সাদা ফুল
গ্রহণ কর হে কবি!
ঋণ মুক্ত করো সন্তানেরে...
No comments:
Post a Comment