Thursday, August 10, 2023

প্রাণের ঠাকুর -- গৌতম পাল

 প্রাণের ঠাকুর 
 গৌতম পাল
 ০৮/০৮/২০২২
প্রাণের ঠাকুর তোমার স্মরণে
শ্রাবণ মেঘে নামে বৃষ্টি,
বাংলা সাহিত্যে ছড়িয়ে আছে 
তোমার অপরূপ সৃষ্টি!

বাইশে শ্রাবণে তোমারই গানে
লহ হৃদয়ের শ্রদ্ধাঞ্জলি,
জলে থই থই দুই আঁখির নদী
হৃদয় জুড়ে গীতাঞ্জলি!

সেই সহজ পাঠে তোমার সাথে
হয়েছে প্রথম পরিচয়,
সেদিন থেকেই আছ সুখে দুখে
তুমি যে চির অক্ষয়!

সোনার তরী বেয়ে চলি মোরা
সুর তোলে গানের কলি,
ক্ষুধিত পাষাণ ফিরে পায় প্রাণ
কুঞ্জে কুঞ্জে গাহে অলি!

বইয়ের পাতার কবিতারা সব
হাত বাড়িয়ে শুধু ডাকে,
হৃদয় মাঝে শুধু তোমার ছবি
এঁকে যাই ফাঁকে ফাঁকে!

তোমার হাত ধরে বাংলা ভাষা
পেরিয়েছে যুগ যুগান্তর,
তোমার অপরূপ কিরণ ছটায়
প্রেমে পাগল হয় অন্তর!

যেদিকে তাকাই তোমারে পাই
হৃদয় ভরা তোমার ছবি,
বাইশে শ্রাবণে ভারাক্রান্ত মনে
লহ শ্রদ্ধার্য্য হে বিশ্বকবি।

No comments: