Sunday, August 6, 2023

স্বপনে শৈশব -- মৃগাঙ্ক মোহন জানা

স্বপনে শৈশব 
মৃগাঙ্ক মোহন জানা
০১/০৮/২০২৩
বুকে তার একরাশ গন্ধ!
এক পৃথিবী স্বপ্ন চোখে! 
বৃতির নিশ্চিন্ত আশ্রয়ে মুক্তির স্বপ্ন দেখা!
বুকের সুবাস ঢেলে, 
পৃথিবীর সব দুর্গন্ধ ঢেকে,
একটা নূতন পৃথিবী গড়ার স্বপ্নে
সে ছটফট করে।
বিবর্ণ পৃথিবীর উন্মুক্ত দিগন্তকে
কোন এক সকালে
বর্ণে গন্ধে মাতিয়ে নূতন করে
সাজিয়ে দেবে সে, একাই! 

সকালের সোনার থালা টা 
ধীরে  হয়ে উঠলো আগুনের গোলা!
পাতাগুলো শুকিয়ে গেলো।
দীর্ঘ শ্বাস ফেলে ঝরে গেলো
খস্ খস্ শব্দে!
সবুজ কিশলয় পাণ্ডুর বর্ণে
পর্ণে পরিণত হলো!

আকাঙ্খিত স্বপ্নের সকাল হাজির হলো
দুঃস্বপ্নের কঠিন বাস্তবে!
সময় হলে ফুল ফুটবেই।
ফুটলো ও!
পাতার আদরে নয়,
বৃতির কোলের নিশ্চিন্ত আশ্রয়ে নয়,
তাকে ফুটতে হলো
গ্রীষ্মের রাঙা চোখের ঈশরায়,
এক বুক তৃষ্ণা নিয়ে!

যে বিবর্ণ পৃথিবীর  উন্মুক্ত আকাশে
নূতন রামধনু আঁকতে চেয়েছিলো,
বাতাসে ভাসাতে চেয়েছিল
আতরের ভেলা,
সে নিজেই বিবর্ণ হয়ে গেলো।
গন্ধহীন পোকায় কাটা শৈশব!
উন্মুক্ত আকাশের নীচে 
ডানা ভাঙা চাতক যেন!
বুকে মরুভূমির তৃষ্ণা! 
আকাশে গ্রীষ্মের ভীষ্ম লোচন।

যার বুকে মধু নেই, 
পাপড়িতে নেই রং এর বাহার! 
নেই কোন সুবাস, রেণু, জৌলুস;
মৌমাছি, প্রজাতি কেউ আসে না!
এলো ও না!
এলো পোকামাকড় এর দল!
শৈশব চুরি হয়ে গেলো!

স্বপ্নের রাজপ্রাসাদ
বাস্তবের কঠিন আঘাতে ভেঙে চুরমার!
রূপকথার পক্ষীরাজটা উন্মুক্ত আকাশের বুকে
ডানা ভেঙে আছাড় খেলো কঠিন পাহাড়ে! 

শৈশব যেখানে চুরি হয়ে যায় অহরহ,
সেই সভ্য পৃথিবীতে আমরা নিজেকে 
মানুষ বলে গর্ব করি!
শিশু অপরাধী দের দিকে আঙুল তুলি!
শিশুশ্রমের বিরুদ্ধে সভাকরি!
স্বপ্নগুলো তখন মিলিয়ে যায় উন্মুক্ত আকাশে!

তবু স্বপ্ন দেখা চোখে 
নূতন স্বপ্নেরা ভীড় করে ক্লান্ত দেহের ঘুমে!
আকাশে মিলিয়ে যাওয়া স্বপ্নকে
তাড়া করে তার রঙীন ঘুড়ি! 
"ভো কাট্টা!ভো কাট্টা!"
চেঁচিয়ে ওঠে, মুষ্টি বদ্ধ রোগা হাতটা ছুঁড়ে দিয়ে 
সে আজ আকাশের চেয়েও উন্মুক্ত!

No comments: