সন্ধ্যা নামে জীবনে
পবিত্র প্রসাদ গুহ
তারিখ -৩১ /০৭/২০২৩
সন্ধ্যে নামে অস্তাচলে সূর্য্যের দেশে -
কেউ হাতে ধোঁয়া ওঠা এক কাপ চায়ে চুমুক দিয়ে,
কেউবা শুকনো টিফিন
একটু স্নাক্স,
একবাটি মুড়ি সরষের তেলে মাখা চানাচুর দিয়ে লঙ্কা কামড়ে,
হাতে রিমোট, 'ঘন্টা খানেক সঙ্গে সুমন' চলছে টিভি,
অথবা ব্যাঙ্গালোর মুম্বাইয়ের আই. পি.এল ক্রিকেট
অবসরের সুখী সন্ধ্যা উপভোগ করেন ওরা।
রাখালেরা তখনও ঢোকেনি ঘরে,
সোঁদা মাটি গায়ে মেখে একমাথা কচি সবুজ ঘাসের বোঝা নিয়ে ওদেরও কাজে নেমে আসে সন্ধ্যা,
গরু গুলো হাম্বা হাম্বা স্বরে ডেকে সারিবদ্ধ ভাবে এগিয়ে চলে গোয়ালের দিকে,
রাখাল বালক গোবর নিকানো উঠোনে মায়ের পাশে বসে খড়ির উনুনে দু চারটে শুকনো পাটকাঠি বা,সেগুন পাতা গুঁজে দেয়,
দাউ দাউ করে জ্বলে উনুন,
এক হাঁড়ি ভাত ফুটতে থাকে -
বাতাসে মেশে কষ্টের ফলানো অন্নের সুগন্ধ।
দূরে ঘরের মাটির দাওয়ায় টিমটিম করে জ্বলে তেলের কুপি,
পল্লী বধূরা শঙ্খধ্বনি বাজিয়ে বরণ করে সন্ধ্যের চাঁদের আলো,
ওদের তখন সন্ধ্যে ঘনায় এভাবে ।
ওদিকে ব্যস্ত বিদ্ধস্ত শহর ভিড়ে ঠাসা ঘামে ভেজা লোকগুলো নিয়ে এগিয়ে চলে শিয়ালদার দিকে,বাস 30/B বা অন্য কোনো যানে,
5:40 এর শান্তিপুর আসে লবনাক্ত ঘাম,
কেউ ট্রেনটা পায় দৌড়ে,
না পাওয়া ওরা সন্ধ্যে কাটায় স্টেশনে পরের ট্রেনের অপেক্ষায় ।
No comments:
Post a Comment