Monday, August 21, 2023

ধন্যবাদ চশমা -- গৌতম পাল

 ধন্যবাদ চশমা
 গৌতম পাল
 ১৩/০৮/২০২৩
সেদিন যখন আমার আবছা দৃষ্টি
খুব কেঁদেছি মনের দুখে,
আদর করে তুলে নিয়েছি চোখে
তোমায় আমি হাসি মুখে।

আজ অলংকারে ঢাকা মুখমণ্ডল
চোখে আঁটা সোনালী ফ্রেম,
অপূর্ব লাগছে আবার এই পৃথিবী
নতুন করে জেগেছে প্রেম।

সোনালী ফ্রেমে কাঁচের দেওয়াল 
ফিরিয়ে দিলে মুখের হাসি,
আনন্দ উল্লাসে বেশ কাটে সময়
ধন্যবাদ চশমা রাশি রাশি!

স্পষ্ট চোখে এখন দেখছি আমি
জগতে রূপের বাহার,
তোমায় পেয়ে আমি ধন্য হলাম
তুমিই সেরা অলংকার!

শুধু দুঃখ মনে আজও দেখতে হয়
দেশের নির্লজ্জতার ছবি,
কলম ধরি তোমায় দিয়ে চোখে
হয়ে যাই স্বভাব কবি!

থেকো তুমি সাথে চিরদিন প্রিয়
তুমি যে আমার দৃষ্টি ,
তোমার কৃপায় দেখব এই জগত
করবো সাহিত্য সৃষ্টি ।

No comments: