Monday, August 21, 2023

আজব স্টেশন -- স্বাধীন কুমার আচার্য্য

আজব  ইস্টিশান 
স্বাধীন কুমার আচার্য্য 
 ১৭/০৮/২০২৩ 
কু– ঝিকঝিক রেলগাড়ি চলছে 
খটাখট শব্দে ঝালাপালা করছে 
গুঁতোগুঁটি ঠেলাঠেলি এই বুঝি যায় প্রাণ 
ধন্যি তোদের বাপ আজব ইস্টিশান ।

এটা যায় সে আসে কেউবা দাঁড়িয়ে আছে 
বিকট আওয়াজ করে হর্ন টা বাজায় কাছে 
যেদিকে তাকাই দেখি শুধুই পঙ্গপাল 
কালো মাথা কাঁধে ব্যাগ আর কিছু জঞ্জাল ।।

চানা বোলে কলা চাই অমলেট লাগবে 
গরম কচুরি আছে জিভে জল আসবে 
পানি পানি রব ছাড়ে চিৎকার চেঁচামেচি 
মনে হয় এটা যেন পাগলা গারদ রাঁচি ।।

সাদা জামা কালো প্যান্ট হাতে নিয়ে পেনটা 
টিকিট টিকিট বলে কেড়ে নিল প্রাণটা 
মাইকের চোঙ গুলো করে শুধু জ্বালাতন 
হাজারে হাজার দেখি ঘুম ঘোরে অচেতন  ।।

আলোর রোশনাই দেখে বলি বাপরে 
যেদিকে তাকাই দেখি অজগর সাপরে 
আঁকা বাঁকা ঘুমিয়ে একটুও নড়েনা 
আজব ইস্টিশানে আর আসা যাবেনা ।।

No comments: