Monday, August 21, 2023

শ্রাবণ সন্ধ্যা -- প্রভাত দাস

 শ্রাবণ সন্ধ্যা 
  প্রভাত দাস
 ১৬/০৮/২০২৩
শাঁখের বাঁশি বাজছে দুয়ারে দুয়ারে
ফুলরেনু ভাবে বসে মনের গভীরে।
আশা জাগে আশা রাখে বাসনায় হেথা
মন চলে যায় বিহঙ্গের তীরে কোথা!

স্বপ্ন জড়ানো স্বপ্ন মায়ায় স্বপ্নের কবিরাজ
হেথা হোথা স্বপ্ন ছড়ায় স্বপ্নের মহারাজ।
স্বপ্ন জাগানো ভীড়ে স্বপ্ন খোচিত কালপুরুষ
 কুঞ্জ সাজায়ে আশা জাগায় মনের সুপুরুষ।

বিরহের জ্বালা বক্ষ মাঝে স্বপ্নের মায়াজালে
একা বসে একাকিনী স্বপ্ন মনে প্রদীপ জ্বালে।
ভাবনার নেই অবসান সন্ধ্যা বহিয়া যায়
ভাবনার পাহাড় ভাঙ্গিয়া মন কাঁদিয়া যায়।

স্বপ্নের কারাগারে স্বপ্নের ইতিহাস গড়া
জীবনের পদে পদে আছে শুধু তাড়া।
ব্যস্ত মনের চৌকাঠ ডিঙিয়ে পাগলপারা
জীবনের পথে পথ খুঁজে একি দিশাহারা।

শ্রাবণের কান্নায় মনে জাগে বিরহ
পাছে রয় ভাবনা গান গাহে অহরহ।
চকিত মনে দিন যায় বাসনা তিমিরে
জীবনের কান্না বহিয়া যায় অতল সমীরে।

বারি ধারায় সন্ধ্যা ভিজিয়া যায় মন কাঁদায়
শ্রাবণ হারা সন্ধ্যা মনের গভীরে ছবি আঁকায়।
স্বপ্নের শপথে আশাহীন রোদনে মন জাগায়
স্বপ্ন নাহি ফেরে স্বপ্নের দুয়ারে শ্রাবণ সন্ধ্যায়।

No comments: