জাগ্ৰত হও বিবেক
শিবপ্রসাদ মণ্ডল
১১/৮/২৩
জাগ্ৰত হও সবার বিবেক,ঘুমিয়ে থেকোনা আর,
জ্বলছে আগুন সমাজের বুকে,পুড়ে হবে ছারখার।
বিবেক লাগিয়ে কর সবে কাজ, তবেই মিলবে ফল,
নাহলে জয়ের স্পর্শ পাবে না, ফেলবে নয়নজল।
বিবেক জাগাতে চাই উদ্যম,প্রতিজ্ঞা থাকা চাই,
তবেই জাগবে বিবেক সবার,এতে কোনো ভুল নাই।
বিবেক যখন জাগ্ৰত হবে,দূর হবে সব ভয়,
মহান কর্মে ঝাঁপিয়ে পড়লে জয় হবে নিশ্চয়।
বিবেক যে হলো সব মানুষের হৃদয়ের সেরা দিক,
বিবেকবানই এই সমাজের বড় এক সৈনিক।
বিবেক জানায় সকল কাজেই যেতে অভাগার পাশে,
বিবেক শেখায় যোগাতে অন্ন,যাতে দুঃখীজন হাসে।
ছল ও চাতুরি নানা নোংরামি,বিবেক করে যে দূর,
জাগ্ৰত হলে বিবেক সবার, শুনি সুমধুর সুর।
বিবেক যখন বাসা বাঁধে হৃদে,কেউ করেনা যে পাপ,
পাপের ফলটা লাঘব করতে ,করে সবে অনুতাপ।
বিবেক শেখায় বাঁচতে বাঁচাতে,বিবেক হিয়ার আলো,
অন্ধকারকে আলোকিত করে দূর করে দেয় কালো।
হে বিবেক তুমি জাগ্ৰত হও--সবার হৃদয়মাঝে,
সকলেই যেন একজোট হই, সমাজের ভালো কাজে।
No comments:
Post a Comment