দৃপ্ত বুকে স্যালুট ঠুকে
শান্তি পদ মাহান্তী
১৬/০৮/২০২৩
স্বাধীনতা প্রাণের কথা
গর্বে ভরে বুক,
মনের পটে ভেসে ওঠে
মাগো তোমার মুখ।
দৃপ্ত বুকে স্যালুট ঠুকে
বন্দি তোমায় মা,
জন্মভূমি মাগো তুমি
কভু কেঁদো না।
তোমার সুখে গর্ব বুকে
তোমার দুখে দুখ,
অপমানে বাজে প্রাণে
দেখলে মলিন মুখ।
নাই তুলনা ভারতী মা
নাই করুণার শেষ,
বক্ষে ধরে আপন করে
তুমি সবার দেশ।
ওই পতাকা বুকে আঁকা
দেড়শো কোটির মা,
শত্রু এলে চোখ দেখালে
রেহাই পাবে না।
আগলে ঘাঁটি মায়ের মাটি
কবুল করে জান,
বুক চিতিয়ে জীবন দিয়ে
রাখবে মায়ের মান।
No comments:
Post a Comment