Monday, August 21, 2023

বৃষ্টির ফোঁটা -- বিবেকানন্দ রায় বর্ধন

 বৃষ্টির ফোঁটা
 বিবেকানন্দ রায় বর্ধন
 ১২-০৮-২০২৩
বৃষ্টির ফোঁটা,পড়ন্ত বিকেলে
নিভৃতে নির্জনে প্রেমিক যুগলের বুকে
নেচে উঠে বন ময়ূরীর দল

বৃষ্টির ফোঁটা,ঘরের চাল ভেদ করে
যখন গায়ে এসে লাগে 
শ্রমজীবী মেহনতি মানুষের মিছিল
দৃঢ় পদক্ষেপে হেঁটে যায় হৃদয়ের পাশ দিয়ে।

বৃষ্টির ফোঁটা,কালো মেঘের বুক চিরে
নেমে এসে চাষীর মনে
জাগিয়ে তুলে রাধিকার প্রেম

বৃষ্টির ফোঁটা,পাহাড়ি জনপদে
মেঘভাঙ্গা বৃষ্টিতে ফিরিয়ে দেয় হড়কা বানের স্মৃতি।

বৃষ্টির ফোঁটা,ধানের শিষে
সবুজ ঘাসে পদ্ম পাতার বুকে
রোদের কিরণে ছড়ায় হিরণ্ময় দ্যুতি 

বৃষ্টির ফোঁটা,ভাসিয়ে দিয়ে যায়
ইট ভাঙ্গা শ্রমিকের মাথার উপরের পলিথিন।

বৃষ্টির ফোঁটা, অতীত ফিরে আসে
মনের দর্পনে কতো ছবি ভাসে
উদাস চোখে বৃদ্ধা বসে খোলা জানালার পাশে।

বৃষ্টির ফোঁটা,ধূয়ে পরিস্কার করে দিয়ে যায়
মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকা গান্ধীজী,স্বামীজী
মাদার টেরেসার বিবর্ণ মুখ!

No comments: