Sunday, August 6, 2023

সামান্য ঠান্ডা ভাত -- মানস দেব

 সামান্য ঠান্ডা ভাত
 মানস  দেব
৩০/০৭/২৩
 আজ আমাদের দেশে একটা বিপ্লব ভীষণ প্রয়োজন  ।
 সামান্য তেল - নুন জোগাড় করতে 
 ঝরছে মানুষের কালঘাম  ।
 রবি শস্য  -  খারিফ শস্য উৎপাদিত হলেও
 চাষী জানতে পারেনা শ্রমের মূল্য  !
 নারীর গৃহশ্রম তো মূল্যহীন  !

 দিনবদলের পালায়
 দিবা - রাত্র উপস্থিত হলেও
 বদলায় না মানুষের নৈতিক চরিত্র ।
 কারখানার হাড়ভাঙা পরিশ্রমে
 শ্রমিকের হাড়-মাংস চিমনির ধোঁয়া হয়ে বেরিয়ে যায়   ;
 ছাঁটাই নামক যন্ত্র চালিয়ে
 সমস্ত পরিবারকে সাজিয়ে রাখা হয় মমি করে ।

"  মেরা ভারত মহান " -  কথাটি
 ইতিহাসের পাতায় ঘুমিয়ে বিভোর ।
 বেকারত্বের লাইনে ঢোকে না একটি  সূচও  !
 ফুটপাতে অগণিত হাত উঁচিয়ে থাকে
 কঙ্কালসার মানুষগুলো  ।
 সামান্য ঠান্ডা ভাত এদের কাছে অমৃত ।

No comments: