Friday, August 4, 2023

শ্রাবণী বৃষ্টির দিনরাত -- মৌসুমী মুখার্জী


শ্রাবণী বৃষ্টির দিনরাত
মৌসুমী মুখার্জী
০৪/০৮/২০২৩


বৃষ্টি এসে ছুঁয়ে দিয়ে যায় মন শ্রাবণ ধারায়, শরীর বেয়ে অঝোর ধারা দিনের ক্লান্ত দেহে আবিলতা,
নামুক শীতল জলধারা, শরীরের স্বেদ বেয়ে
নিদারুন যন্ত্রনা ধুয়ে মুছে দিয়ে যাক মনের মলিনতা।

ফুটিফাটা মাঠ ঘাট জলে পরিপূর্ন শ্রাবণে,
জলই জীবন তাপিত বসুধায় খুশির আমেজ অঙ্গনে। 
কবি শুধু লেখে কাব্যকথা, অতি বৃষ্টি আনে প্লাবন,
তবুও চাষীর মন খুশ, ধান রুইতে চাই যে শ্রাবণ।

শ্রাবণ ধারা খুশির  বার্তা নিয়ে এলো,
 গগনতল সঘন ঘনঘটার ডাক পেলো।
 হঠাৎ জোরে নামলো বারিধারা,
সারাক্ষণ  বৃষ্টি ভেজা আকুল দিশাহারা।

 পথ চলতি  মানুষ কাকভেজা ফিরতি পথে, 
গুমোট কাটুক, ফুরফুরে মন তরতাজা সন্ধ্যা রাতে।
হাস্নুহানায়  দোল দিয়ে যায় বৃষ্টিফোঁটা,, আঁধার নামে,..জলনূপুরের নিক্কন, ব্যক্তিগত বাকিটা।

No comments: