নিশিযাপন
নাসিরা বেগম
১৮-০৮-২০
সময়ে অসময়ে দিবসে জাগরণে
হৃদয়ের সবটুকু শহর জুড়ে ,
স্মৃতি নামক ঘুণ পোকারা
একজোটে খায় কুরে কুরে।
অক্ষরের মিছিলে হামলা চালায়
কলমেরাও শুধু করে হরতাল,
স্মৃতিরা এসে ট্রাফিক জ্যাম করে
মন দিয়ে যায় লাল সিগনাল।
তবু শব্দেরা ছুটে ছুটে আসে
হৃদয়ের ক্ষতে রক্ত ক্ষরণ ,
শব্দের স্রোতে বিবাগী পাল
যেন উড়িয়ে চলে সারাক্ষণ।
অক্ষরেরা দলে দলে ভেসে
যায় রূপকথার পরীদের দেশে,
লহরে লহরে নদী বয়ে যায়
মোহনার দিকে ভেসে ভেসে।
দিনের শেষে সন্ধ্যার কোলাহলে
ক্লান্ত নদীটার অশ্রুত স্বর,
রাতের গভীরে অচেনা আওয়াজে
যন্ত্রণায় যাপন দগ্ধ নিশিভোর।
বোবা মন কতো কথা বলে
নীরবে নিভৃতে একান্তে গোপনে,
জাগ্রত দেবতার জন্য আসন
পেতে রাখে হৃদয় সিংহাসনে।
স্মৃতিরা একজোট হয়ে ধেয়ে
আসে নীল দিগন্তের বুকে,
নির্ঘুম দুটি আঁখি জেগে রয়
শশধর দেখার সুখে অসুখে।
খাঁ খাঁ বুকে রাতচরা ডেকে যায়
বুকে তে ধরায় অসহ কাঁপন,
ছেঁড়া ফাটা হৃদয়ে জোড়াতালি
দিয়ে চলে নীরবে নিশিযাপন।
No comments:
Post a Comment