ভুল থেকে নাও শিক্ষা
মোঃ বদরুল হুদা
১০-৮-২৩
ভুল থেকে নাও শিক্ষা সবে
শুদ্ধ করো জীবন মন,
ধৈর্য নিয়ে কর্ম করো
আসবে দেখো শুভক্ষণ।
ভুলের কর্মে এই জীবনে
ফুটে না তো সুখের ফুল,
ধৈর্য নিষ্ঠা একাগ্রতা
সফলতার আসল মূল।
শুদ্ধ মনে চলতে শেখো
জীবন গড়ার পাবে পথ,
কর্ম করো দৃঢ় মনে
জীবন পথে থেকো সৎ।
ভুলের পথে চললে সদা
পাবে না তো কভু সুখ,
বিফল হবে জীবন তোমার
রাখবে ঘিরে কষ্ট দুখ।
ভুলের মধ্যে ডুবে থেকে
মনে সুখের রাখলে আশ,
কষ্ট জ্বালা রাখবে ঘিরে
হবে তোমার জীবন নাশ।
No comments:
Post a Comment