Monday, August 14, 2023

বিপন্ন স্বাধীনতা -- শিবপ্রসাদ মন্ডল


 বিপন্ন স্বাধীনতা 
শিবপ্রসাদ মণ্ডল
১৪/৮/২৩


ক্ষুদিরাম তুমি করে গেছ ভুল,কেন দিলে তব প্রাণ !
তোমার স্বপ্ন ভেঙ্গে চুরমার, আমরা রাখিনি মান।

প্রফুল্ল-ভগৎ তোমরাও বোকা,করেছিলে মহাভুল!
তোমাদের আশা ব্যর্থ করেছি,ফোটাতে পারিনি ফুল।

বিনয়-বাদল-দীনেশ তোমরা, ভুল করে গেছ বীর !
নিজেদের হাতে নিচে নামিয়েছি,তোমাদের উঁচু শির।

কানাই,সূর্য,চারু,বীরেন্দ্র--তোমাদের ত্যাগ যত,
ত্যাগের ভিতেই স্বার্থ গড়েছি,আমরা নিজের মতো।

মাতঙ্গিনী মাতা,করেছ যে ভুল,কার জন্য খেলে গুলি
তোমার ইচ্ছা পূর্ণ করিনি, তোমাকেই গেছি ভুলি।

নেতাজি সুভাষ,তোমার স্বপ্ন,ধ্বংস করেছি মোরা,
তব সব আশা--হত্যা করেই হয়েছি আত্মহারা।

তোমরা দিয়েছ স্বাধীনতারূপী,মহানন্দের দান,
মোরা যে পিশাচ নরপশুসম--রাখিনি যে কারো মান।

স্বাধীন ভারতে মোরা প্রায় সব, ডাকাত-লুটেরা-চোর,
ঠগবাজ আর চরিত্রহীন, আনতে পারিনি ভোর।

হিংসা,ঘৃণা ও অসৎ কর্মে--মোদের তুলনা নাই,
সম্পর্কটাই ভুলে গেছি মোরা,যত হই ভাই-ভাই।

বারেবারে তাই শুধু মনে হয়, ভুল করে গেছ সবে!
তবু আশা জাগে--এত বলিদান--সকলি ব্যর্থ হবে!!

একটাই পথ আছে শুধু খোলা, আবার জন্ম নাও,
সত্যিকারের স্বাধীনতা যেটি, সেটাই তোমরা দাও।

স্বদেশী পশুর রক্তে রাঙাও,মোদের ভারতভূমি,
এই আশা রেখে শতকোটি বার তোমাদের পদে নমি।

No comments: