Monday, August 14, 2023

হে তেরঙ্গা মোর -- শান্তি পদ মাহান্তি


হে তেরঙ্গা মোর
শান্তি পদ মাহান্তী
০৬/০৮/২০২৩


লাখো শহীদ রক্তে রাঙা
হে তেরঙ্গা মোর,
উড়ছো দেখে উচ্ছ্বসিত
বক্ষে আবেশ ঘোর।

গর্ব জাতির সব অহংকার
এই ভারতের বল,
বীর সেনানীর শোনিত তুমি
মায়ের চোখের জল।

তোমার রঙে রাঙে ভারত
জেগে ওঠে দেশ,
ধর্ম জাতির ভেদ ছাড়িয়ে
ছড়িয়ে যায় রেশ।

ভারত মায়ের বার্তা বহো
শান্তি প্রেমের সুর,
মা যে আমার মিলন তীর্থ
কেউ থেকোনা দূর।

এসো হিন্দু শিখ মুসলিম
নাই বিভেদের লেশ,
ওই তেরঙ্গা ডাক দিয়েছে
ডাকছে তোমার দেশ।

ওই নিশানে ছিটায় কালি
কোন নরাধম আজ,
ভেদ অনলে ভারত জ্বেলে
কাড়ে মায়ের লাজ।

গর্জে ওঠো ভারত সন্তান
কন্ঠে পাড়ো হাঁক,
ভারত ভূমে ভেদ আনে যে
শত্রু নিপাত যাক

No comments: