Friday, August 25, 2023

হবে কবে স্বপ্নপূরণ ? -- বিনয়ব্রত ভট্টাচার্য

 হবে কবে স্বপ্ন পূরণ ?
 বিনয়ব্রত ভট্টাচার্য্য
 ২৫/০৮/২০২৩..
শত সহস্র বীরের রক্তস্রোতধারার মধ্য দিয়ে
লক্ষ লক্ষ ক্রন্দসী মায়ের বুক, কোল, খালি করে
অশ্রুধারার অপ্রশমন অবিশ্রান্ত প্লাবন বইয়ে
অবশেষে এসেছ তুমি কাঙ্ক্ষিত বাঞ্ছিত স্বাধীনতা !
পরাধীনতার নাগপাশের, দুঃসহ, ঘোর অমানিশার হল অবসান              
স্বাধীনতার রক্ত লাল সূর্য্য হল উদিত মহানন্দে।
ব্রিটিশের কূটচালে দেশবাসী পেলো অনাকাঙ্ক্ষিত ত্রিখণ্ডিত স্বাধীনতা 
আছড়ে পড়ল অগণন ছিন্নমূল উদ্ভাস্তু মানুষের অবিরাম ঢেউ
লাখো লাখো বীর মৃত্যুঞ্জয়ী শহীদের আত্মত্যাগের বিনিময়ে।
অজস্র শহীদের জীবন বলিদানের ফলে অর্জিত হল যে স্বাধীনতা 
তার সুফল হল করায়ত্ত উচ্চাশী, লোভী, উচ্চাভিলাষী কতিপয় রাজনীতিবিদদের 
যারা ছিল রত নিয়ত ব্রিটিশ ভজনায়,তাবেদারিতে হায়রে পরিহাস !
বিকৃত, একপেশে, ফরমায়েশী ইতিহাস লিখনে 
স্থান পেলনা প্রকৃত ত্যাগী বীর যোদ্ধা, সংগ্রামীদের কথা !
" সত্য সেলুকাস, কি বিচিত্র এই দেশ !" 
দেশপ্রেমিকেরা পচে মরে জেলে, ফাঁসিকাঠে ঝোলে
অপ্রশমন নৃশংস অত্যাচারের শিকার হয় বিপ্লবীরা 
দেশদ্রোহী গদ্দার, দালাল, ফিতে কাটে উদ্বোধনের !
মাঠে ময়দানে কত জ্বালাময়ী ভাষণ দেয় ! দেয় কত বাণী!
এতে করে আজও ঘুচলো না দেশের দারিদ্রতা, অন্ধকার, বৈষম্য 
কবে হবে প্রকৃত স্বাধীনতার অনুকূল পরিবেশ তৈরী, কে জানে !
কবে পূরণ হবে প্রিয় নেতাজীর দেখা স্বপ্নের ? আজও জানিনা
কবে পাবে সবে অর্থনৈতিক স্বাধীনতা 
কবে করবে ভোগ, পাবে যথার্থ স্বাদ প্রকৃত গণতন্ত্রের ?
দেশের অগণিত আপামর, বঞ্চিত, লাঞ্ছিত, নিপীড়িত, জনসাধারণ ?

No comments: