Saturday, August 12, 2023

ফিরে এসো কবি -- সাধনা ঘোষ

ফিরে এসো কবি
সাধনা ঘোষ
০৮—০৮—২৩


বাইশে শ্রাবণ
আকাশের মুখ ভার
তবু বৃষ্টি হয় নি সেদিন।
অসংখ্য কবি প্রেমীর অশ্রুধারায়
ভরদুপুরে ভিজেছিল শ্রাবণ।
বর্ষা ছিল কবির বড় প্রিয়।
কবির কবিতারা বাউল মনের ওড়না উড়িয়ে বৃষ্টিতে ভিজতো।
আহ্লাদে আটখানা হয়ে কবিকে
জড়িয়ে থাকতো সারাদিন সারারাত।
২২ শ্রাবণ একেবারে অন্যরকম 
চির শান্তির ঘুমে ধ্যানমগ্ন কবি
স্তব্ধ কবির কলম
আর একটাও শব্দ কোনদিন উপহার পাবে না শ্রাবণ।
সেই অভিমানে মনের দুঃখ বুকে চেপে থমকে গিয়েছে মেঘ।
বৃষ্টি হয়েছিল সেদিন
অনেক ঘরের কোণে
অনেক বালিশ ভিজেছিল অশ্রুধারায়।
যে মেয়েটা ব্যর্থ প্রেমের ব্যথা ভুলতো বুকে চেপে কবির লেখা কবিতা-
তার দুচোখে নেমেছিল শ্রাবণ ধারা।
আবেগের বৃষ্টিতে ভিজে লিখেছিল একটার পর একটা চিঠি,
সেই চিঠিতে আঁকা ছিল ফিরে পাওয়ার আকুলতা,
ফিরে এসো কবি
ফিরে এসো 
ভুলিয়ে দাও সব ব্যথা।

No comments: