শহীদ ক্ষুদিরাম
বিশ্বরঞ্জন ভট্টাচার্য্য
১১/০৮/২০২৩
বাংলা মায়ের অগ্নি শিশু
শহীদ ক্ষুদিরাম ,
মোদের হৃদয়ে চির অক্ষয়
তোমার অমর নাম ;
দেশের জন্য করে গেলে তুমি
জীবন বলিদান ,
কৈশোরে হলে শহীদ, রাখতে
দেশ মাতার মান।
ধন্য মাতা বীর প্রসবিনী
লক্ষ্মীপ্রিয়া নাম ,
ত্রৈলোক্যনাথ পিতা তব
তাঁরেও প্রণাম ;
অপরূপা অগ্রজা তোমার
করেছে লালন,
ভালোবাসতেন আপন কোলের
অমৃত ' মতন ' ।
গুরুর আদেশ মাথায় নিয়ে -
নম্র নত শিরে,
এক বাক্যে ঝাঁপিয়ে পড়লে
দেশের মুক্তি তরে ;
প্রফুল্ল চাকী কে সঙ্গে নিয়ে
মুজঃফরপুর গেলে,
কিংস্ফোর্ডকে মারতে গিয়ে
লক্ষ্য ভ্রষ্ট হলে ।
পড়লে ধরা বিচার হলো ----
বৃটিশ দিলো ফাঁসি,
হাসতে হাসতে করলে বরণ
দেখলো জগৎ বাসী ;
বৃথাই তোমার অকাল মৃত্যু,
বৃথাই জীবন দান,
আজও স্বাধীন হয়নি মানুষ
হতেছে হয়রান।
No comments:
Post a Comment