জীবনের রীতি
নিরঞ্জন কুমার রায়
২৭/০৭/২০২৩
জীবনটা জানি কাব্য যে মানি
ছন্দের তালে চলে,
বুক ভরা আশা কবিতার ভাষা
জাগে অন্তর তলে।
চলমান নদী বহে নিরবধি
আঁকাবাঁকা পথ ধরে,
সুখ দুখ যত আছে পথে শত
আসে তারা ভিড় করে।
সুখে সদা হাসে খুশিতে সে ভাসে
দুঃখে সে কেঁদে ওঠে,
হসি কান্নায় হীরা পান্নায়
জীবনের রং ফোটে।
গতি হারা হলে জীবন কি চলে?
শেওলায় ফেলে ঘিরে,
স্রোত হারা হয়ে জীবনটা ক্ষয়ে
মৃত্যু যে আসে ধীরে।
সুখ দুখ হাসি ভরা রাশি রাশি
সকলি থামিয়া যায়,
জীবনের রীতি ফেলে রেখে স্মৃতি
অজানার পথে ধায়।
No comments:
Post a Comment