দেশ মাতা যে মাটি
মোঃ নূরুল ইসলাম রাকিব
০৫/০৭/২০২৩
স্বাধীন দেশে বীরের বেশে
চলতে গিয়ে হেলায় মেশে
করছে কারা ক্ষতি?
শত্রু মুখে দেও গো রুখে
কেউ রবে না করুণ দুখে
বিবেক পাবে গতি!
করবে যে বা দেশের সেবা
ভালোর কাজে শত্রু কে বা
তাকেই চিনে নেবে?
ধীরস্থিরে সোনার বীরে
আনবে টেনে মানব তীরে
খাস বুঝিয়ে দেবে!
বুঝবে তবে শত্রু যবে
বন্ধু হয়ে আপন রবে
সত্যিকারের প্রেমে,
মানবতায় স্বাধীনতায়
শত্রু রবে নীরবতায়
দেখবে ছবি ফ্রেমে!
সোনার ছেলে সুযোগ পেলে
দেয় বুঝিয়ে পাখনা মেলে
বিজয় আনে খাঁটি,
আপন করে রাখবে ধরে
ফসল সোনা তুলবে ঘরে
দেশ মাতা যে মাটি ।
No comments:
Post a Comment