Monday, July 10, 2023

জোছনায় মগ্নস্নান - মোঃ হুমায়ুন কবির


জোছনায় মগ্নস্নান 
মো: হুমায়ুন কবির 
০৪.০৭.২০২৩
সেই রাতেও আকাশে চাঁদ ছিলো
পূর্ণিমার গোল চাঁদ,
আকাশ থেকে ঝরে পড়ছিলো তরল জোছনা।
আমরা দু'জন পাশাপাশি হাত ধরে হাঁটলাম দীর্ঘ সময়  যেন কতো জনমের চেনা কপোত-কপোতী 
মায়াবি জোছনার জলকেলিতে মগ্ন।
তোমার কোমল আঙুলের ছোঁয়ায়
আমার দেহ-মনে আকণ্ঠ শিহরণ।
পায়চারি করতে করতে কখন যে আমরা 
একে অপরের হয়ে গেলাম পারিনি বুঝতে।
জোছনার রূপালি জলে ডুব দিয়ে 
সেই রাতে তোমার ওষ্ঠাধরে এঁকে দিলাম 
মোলায়েম প্রথম চুম্বন।
কী ভীষণ আপ্লুত হলে তুমি
নীমিলিত দু'চোখের পাতায় তোমার 
ভালবাসার প্রথম আচ্ছাদন।
নরোম জোছনার চাদরে ঢেকে ঢেকে 
তোমাকে বাড়ি পৌঁছে দিলাম।
পরের ডেটিং এ বলেছিলে
সেই রাতে তুমি আর ঘুমোতে পারোনি,
আমিও পারিনি ঘুমাতে। 
ঝুলে থাকা নিরীহ চাঁদ সাক্ষী হয়ে 
আজও জোছনা ঝরায়
পৃথিবীর নিথর কোমল মৃত্তিকায়।

No comments: