Monday, July 10, 2023

আষাঢ় - কাজী সেলিনা মমতাজ শেলী

  আষাঢ়
  কাজী সেলিনা মমতাজ শেলী
 ০৬/০৭/২০২৩ খ্রিষ্টাব্দ।
আষাঢ় লিখেছে শ্রাবণের শিয়রে দীপ ছিল না সেদিন,
যদিও প্রভাত এলো, তবু প্রকৃতি হয়নি তখনো রঙিন।

নির্ঝর নীর থাকে নিজের মতো,শোনে না আষাঢ়ের গল্প,
ওই নীলিমার নীল অনুপম আকাশ যেন শুধু মহাশিল্প।

কুসুম কামিনী যেন ভালোবাসে, ওই মিষ্টি ভোরের ঊষা ,
ওই মানব সুন্দর যার আচরণ সুন্দর,সুন্দর মুখের ভাষা।

আঁধার বুঝিয়ে দেয়, আলোর প্রয়োজন কত পৃথিবীতে,
মৃত্তিকার রসে অরণ্য হাসে চাঁদ হাসে সেই গভীর রাতে।

বাতাসের শব্দ ধ্বনি চঞ্চল মন, স্নিগ্ধ আকাশ সুগম্ভীর,
দিবসের সূর্য বিদায় নিলো, আসলো আকাশে আবির।

নামলো রাতে আঁধারের পর আঁধার যেন আঁধার পাথার,
চাঁদ যদি না আসে, ধরণী হতে পারে আঁধার কারাগার।

তৃপ্তির বাসনায় সন্ধ্যা তারা ওই আকাশে খেলায় মাতে,
স্বর্গের দিবস পার করে ধরণী স্বর্গ আসে আঁধার রাতে।

No comments: