স্বপ্ন ভাঙ্গার গল্প
শান্তি দাস
০৭_০৭_২০২৩
ওদের স্বপ্ন নিয়ে গড়া জীবন স্বপ্ন নিয়েই বাঁচার আশায়,
স্বপ্নময় জীবন যখন স্বপ্ন ভাঙ্গার বেদনা ওরা পায়।
বারবার আহত হয় বিধ্বস্ত হয় তখন জীবনকে আকড়ে ধরায়,
সেই তো কোন উপায় খুঁজে মন অজান্তেই জীবন গড়ায়।
কত স্বপ্ন ঘুরে বেড়ায় জীবন তৈরির দীণ দরিদ্রের তরে,
অধরা স্বপ্ন ভেসে বেড়ায় ক্লান্ত বিষন্ন মনের চারধারে ।
মনে জাগে ব্যথা স্বপ্ন শুধু দেখার মাঝেই স্বপ্ন রয়ে যায়,
স্বপ্ন দেখে ওরা বারবার মৃত্যু নদীর পাড়ের ঠিকানায়।
অবুজ মন অকারণ ছুটে চলে আরাধ্য সুখের পিছে তাড়া করে,
জীবনের অমূল্য সময় রাস্তার স্বপ্ন একটু করে ক্ষয়ে
আকঁড়ে ধরে।
জীবনের স্বপ্নগুলো হয় না পূরণ দেখে ওরা বারবার,
অধরা স্বপ্নের মোহমায়া অসীম শূন্যতায় করে দেয় জীবন ছাড়খার।
তাইতো জীবনের দৌড়ে বুঝে যায় স্বপ্ন গুলো অধরায়,
ভেঙে যাওয়া স্বপ্ন অন্তরে বাহিরে জড়িয়ে থাকা কঠিন বাস্তবতায়।
কত স্বপ্ন দেখে জীবন তৈরির কাজে খুঁজে পথের ঠিকানা,
স্বপ্ন ভেঙ্গে গেলে শুধু ভাবনা হয়না সফল এক জীবনের নেই সীমানা ।
সীমার বহুদূরে ওদের অধরা স্বপ্নেরা ঘুরে ঘুরে ফিরে,
শূন্য পৃথিবী হৃদয়ের গহনে রাস্তায় শুয়ে স্বপ্নহীণ নীড়ে।
স্বপ্ন দেখে মনের তাগিদে ক্ষুধা তৃষ্ণায় এগিয়ে চলার পথে,
স্বপ্ন বিলাসী রাস্তার স্বপ্ন অতৃপ্ত চেতনা গুলো চলে কল্পনার রথে।
No comments:
Post a Comment