আয় না ফিরে
মৃত্যুঞ্জয় সরকার
১১/০৭/২০২৩
তুই আসবি বলেও আসলিনাতো
আমার সজল ঘন ছায়া বনে,
আমার হৃদয় জোড়া উপল রেণুর
দরাজ আলিঙ্গনে।
তবু তুই কী আমার কষ্ট হবি
শিউরে উঠে আসবি পাশে
হারিয়ে যাবার মুহূর্ততে?
চৈত্র মেঘে তীব্র দহন
ছন্নছাড়া আমার আকাশ,
বৃষ্টি হয়ে আয়নারে তুই
চাতক মনে তপ্ত বুকে।
ওলি তো চায়,পরাগ খুশি
বন বনানী মত্ত,
হাওয়ায় দোলে উষ্ণ আবেগ
হৃদ যমুনায় ঢেউ।
আমার নয়ন তারা উদাস বাউল
বুকের ভিতর মরু ঝড়,
পারবি বৃষ্টি মেঘে স্বস্তি দিতে
হৃদ জোয়ারের অন্ধকূপে।
বসন্ত রঙ রাঙায়না মন
দেয়না মনে বাউল সুর,
হৃদয় পুড়ে,হৃদয় জ্বলে
পলাশ ফাগুন ব্যাভিচারে!
হারিয়ে যাবার মুহূর্ততে
আসবি বৃষ্টি হয়ে আমার কাছে,
কষ্ট বুকে হৃদয় দিয়ে হৃদয় পেতে.....
No comments:
Post a Comment