Thursday, July 20, 2023

বৃষ্টির দিনের কাব্য -- হাসান ফরিদ

বৃষ্টির দিনের কাব্য
হাসান ফরিদ
০৯/০৭/২৩
শ্রাবণ সেতার। রিমিকিঝিমিকি বাজে। মন বসে না বসে না কোনো কাজে।
জানালার ধারে। কার এলোচুল ওরে। বিরহী বাতাস উদাসী করে তারে!

বনময়ূরী নেচে যায়। পাহাড়ি ছড়া ঝিরি ঝিরি ঝিরিক গায়।
ধূপছায়া আকাশ--ভেঙে ভেঙে আসে। 
বৃষ্টির নূপুর একটানা কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়ে সবুজ ঘাসে।

নদীরা ভেজা শরীরে--ফিনফিনে জলের শাড়ি খুলে;  উপত্যকা বুক উঁচিয়ে--সমুদ্রে ছুটে যায়।
ভেজানো কপাট। মেলে হঠাৎ--স্বপ্নমৎস্যরা উথলে উথলে তড়পায়!

No comments: