Thursday, July 20, 2023

শুধুই টাকাকে ধর -- দুর্গা শংকর দাশ

 শুধুই টাকাকে ধর।
দুর্গা শংকর দাশ।
12,07,2023
টাকার মোড়কে মোড়া আছে দেখি,
     আজকের ভালোবাসা।
ভালোবাসা আজ অন্তরে নেই,
     পকেটে নিয়েছে বাসা।।

ভালোবাসা আজ কেনাবেচা চলে,
     এই সমাজের হাটে।
প্রাচুর্য আর প্রাসাদ থাকলে,
     তবে ভালোবাসা জোটে।।

টাকা দিয়ে হয় মানুষ যাচাই,
    টাকায় বাড়ে তো মান।
জ্ঞানীর কদর এ সমাজে নেই,
        তাদের বুদ্ধি ম্লান।।

টাকা যদি আছে তুমিই অতিথি,
      খাতির অনেক পাবে।
খালি পকেটে তুমিও অতিথি,
    খাতির তো কমেই যাবে।।

দুনিয়াটা মোড়া টাকার মোড়কে,
       মুঠো ভরে নাও টাকা।
নইলে দেখবে,একা পড়ে আছো,
      চারপাশে শুধু ফাঁকা।।

এখন দেখছি টাকাই আপন,
       মানুষ হয়েছে পর।
মানুষ কে ফেলে,মানুষকে মেরে,
      শুধুই টাকাকে ধর।।

No comments: